সতর্কতাঃ আজকের আর্টিক্যালটি পড়া শুরু করার আগে আমি আপনাদের কাছে কিছু অনুরোধ রাখবো । আমরা কৌতুহলী মনে এমন অনেক কাজ করে ফেলি , যেটার জন্য পরে অনুশোচনা করতে হয় । ডিপ ওয়েব এত ক্রিটিক্যাল একটি স্থান যেখানে আপনার একটি ভূল পদক্ষেপ আপনার জন্য অনেক বড় ক্ষতির কারন হতে পারে। আমি কথা গুলা এজন্য বলছি কারন আমি আজ থেকে ২ বছর আগে ডিপ ওয়েব নিয়ে ঘাটাঘাটি শুরু করেছিলাম এবং এমন কিছু দেখে ফেলেছিলাম যা দেখা আমার উচিত হয়নি আর সেটার জন্য আমাকে পরে ৪ মাস মাশুল দিয়ে হয়েছে। তাও আমি আপনাদের শুধু জানার উদ্দেশ্যে এই লেখাটি লিখছি কারন জ্ঞান সবার থাকা উচিত , নাহলে ভাল খারাপ এর ব্যাপারে বিচার কিভাবে করবেন?
ডিপ ওয়েব এর ঘটে যাওয়া কাজ গুলোর মাঝে হ্যাকিং এর পরিমান সবচেয়ে বেশি । এই হ্যাকিং ফেসবুক হ্যাকিং, জিমেইল হ্যাকিং, ক্ল্যাশ অফ ক্ল্যান এর আইডি হ্যাকিং না। হ্যাকিং নানা প্রকার না। প্রথম কথা বলে রাখা উচিত যে ডিপ ওয়েব এর টাকা পয়সা লেনদেন জনিত ব্যাপারগুলো ঘটে বিটকয়েন এর মাধ্যমে। বিটকয়েন এর ব্যাপারে যদি জানতে চান তাহলে এই পোস্টের শেষে আমি একটি ভিডিও লিংক দিয়ে দিব যেখানে থেকে আপনি জানতে পারবেন যে বিটকয়েন কি আর কিভাবে কাজ করে। এটি একটি অনলাইন কারেন্সি সিস্টেম। আর যা কিছুই অনলাইন এ তাই হ্যাক হবার মত যোগ্যতা রাখে। একটা জার্মান হ্যাকিং রিলেটেড মুভি যার নাম – “ নো সিস্টেম ইজ সিকিউর ”, সেখানে দেখানো হয়েছিল মাল্টিপল পার্সোনালিটি এর মাধ্যমে একজন হ্যাকার পুলিশ কে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নেয় তার গ্রপ সহ। আমার এই কথা বলার মানে এই যে যত সুরক্ষা ই ব্যাবহার হয় না কেন, সেটা ভাঙ্গার কোন না কোন নিয়ম থাকেই। নাহলে কি আর দুনিয়ার অন্যতম সেরা ওয়েব সাইট , নাসার ওয়েবসাইট দিনে কয়েক হাজার বার হ্যাকিং এর স্বীকার হয়?
হ্যাকার হওয়া কোন মামুলি ব্যাপার না। অনেক জ্ঞান আর সময়ের ব্যাপার। একজন মানুষ কেন এত সময় নস্ট করে হ্যাকিং শিখার পিছে? ১ম উত্তর আসে টাকা। কারন আমাদের ব্যাংকিং ব্যাবস্থা অনলাইনে চলে এসেছে আর অনলাইনে থাকা পণ্য চুরি করা যাবেই মানে হ্যাক করা যাবেই। আর ডিপ ওয়েব এ যেহেতু কারেন্সি হিসেবে বিটকয়েন চলে সেহেতু এখানে একবার হ্যাক করলেই হাজার হাজার টাকা কারন একটা বিটকয়েন এর মুল্য ১২০০ ডলার প্রায়।
ডিপ ওয়েব হলো গ্লোবাল ব্ল্যাক মার্কেট এ ঢুকার সুরঙ্গ । সাধারণ জীবনে যা নিষিদ্ধ , সেই জিনিসের জন্য ডিপ ওয়েব সমৃদ্ধ। যে কোন প্রকার ড্রাগস, গানস এন্ড এমোস, কন্ট্রাক্ট কিলার ভাড়া করা, রেইপ ভিডিও (এক্সপ্লিসিট কনটেন্ট) , খুনের ভিডিও, রেড রুম ভিডিও, সাটানিজম এর সিক্রেট কমিউনিটি , ক্রেডিট কার্ড এর ইনফরমেশন চুরি, ম্যাচ ফিক্সিং এর কনভারসেশনস, ফেইক কিন্তু দেখতে একসম রিয়েল পাসপোর্ট তৈরী করা সহ আরো অনেক কাজ হয়।
নিচে কিছু লিংক দেয়ার চেস্টা করলাম যেগুলো ডিপ ওয়েব এর সাইটের লিংক এবং টর ব্রাউজার ছাড়া এই লিংক গুলাতে না ঢুকার জন্য অনুরোধ করবো।
লিংক –
http://zqktlwi4fecvo6ri.onion/wiki/index.php/Main_Page – Uncensored Hidden Wiki
http://2vlqpcqpjlhmd5r2.onion/ – Gateway to Freenet
http://idnxcnkne4qt76tg.onion/ – Tor Project: Anonymity Online
http://torbrokerge7zxgq.onion/ – TorBroker – Trade securities anonymously with bitcoin, currently supports nearly 1000 stocks and ETFs
http://nr6juudpp4as4gjg.onion/doublecoins.html – Double Your BitCoins
http://lw4ipk5choakk5ze.onion/raw/4588/ – High Quality Tutorials
http://rso4hutlefirefqp.onion/ – EuCanna – Medical Grade Cannabis Buds, Rick Simpson Oil, Ointments and Creams
http://newpdsuslmzqazvr.onion/ – Peoples Drug Store – The Darkweb’s Best Online Drug Supplier!
http://74ypjqjwf6oejmax.onion/ – Beneath VT – Exploring Virginia Tech’s Steam Tunnels and Beyond
http://76qugh5bey5gum7l.onion/ – Deep Web Radio
http://edramalpl7oq5npk.onion/Main_Page – Encyclopedia Dramatica
http://ih4pgsz3aepacbwl.onion/ – Hushbox
http://ad52wtwp2goynr3a.onion/# – Dark Like My Soul
http://tns7i5gucaaussz4.onion/ – FreeFor
http://gdkez5whqhpthb4d.onion/ – Scientology Archive
http://newsiiwanaduqpre.onion/ – All the latest news for tor
http://5vppavyzjkfs45r4.onion/ – Michael Blizek
http://7ueo7ahq2xlpwx7q.onion/ – AYPSELA News
http://7hk64iz2vn2ewi7h.onion/ – Blog about Stories
http://tigas3l7uusztiqu.onion/ – Mike Tigas
http://mpf3i4k43xc2usxj.onion/ – Sam Whited
http://7w2rtz7rgfwj5zuv.onion/ – An Open Letter to Revolutionaries
http://3c3bdbvhb7j6yab2.onion/ – Totse 2
http://4fvfamdpoulu2nms.onion/ – Lucky Eddie’s Home
http://nwycvryrozllb42g.onion/searchlores/index.htm – Fravia’s Web Searching Lore
http://newsiiwanaduqpre.onion/ – OnionNews – Blog about the onionland
http://zbnnr7qzaxlk5tms.onion/ – Wiki Leaks
http://salted7fpnlaguiq.onion/ – SALT
http://yj5rbziqttulgidy.onion/ – Itanimulli
http://bbxdfsru7lmmbj32.onion/marketplace/ – Delta Initiative
http://2ogmrlfzdthnwkez.onion/ – Rent-A-Hacker
বিটকয়েন এর ব্যাপারে জানতে – https://www.youtube.com/watch?v=cFj72hrUZt4
সামনে ডিপ ওয়েব নিয়ে আরো জানতে চাইলে জানাতে পারেন কমেন্ট করে। আপনাদের আগ্রহ এর ভিত্তিতেই লেখা হবে।
রেফারেন্স –
http://www.hackstories.com/
http://www.dailymail.co.uk