সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখে বলা যেতে পারে বাংলাদেশ দলটি ক্রিকেট এর একটি পরা শক্তি। পূর্বের ভারত পাকিস্তান লড়াইয়ে মাঠের এবং মাঠের বাহিরে যে তীব্রতা লক্ষ করা যেতো। বর্তমানে বাংলাদেশ ভারত লড়াইয়ে সেরকম লড়াই দেখা যায়।
অনেকদিন পর আবারো মাঠে নামছে বাংলাদেশ ভারত। এ নিয়ে মাঠের বাহিরে অনেক তর্ক বিতর্কের সংখ্যা কম নয়। তবে সব কিছু ঝাপিয়ে কী হবে ফলাফল? আগামীকাল (০৮-০৩-২০১৮) সন্ধ্যা ৭.৩০ এ শ্রীলংকার মাঠিতে ম্যাচটি শুরু হবে। তবে সাম্প্রতিক বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ম্যাচে পরাশক্তির দল হলেও টি-টুয়েন্টি ফরম্যাট এ ঠিক এখনো জ্বলে উঠতে পারছে না টাইগাররা। এই ফরম্যাটে মাত্র ২১ জয় তাদের। এই ফরম্যাটে ইন্ডিয়ার সাথে পরিসংখ্যান তেমন একটা ভালো নেই। তার উপর কিছু দিন পূর্বে দেশের মাঠিতে শ্রীলংকার সাথে বাজে খেলা সব মিলিয়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই বাংলাদেশ। তার উপর দলে নেই মাসরাফি,সাকিবের মত অভিজ্ঞ খেলোয়াড়। সাকিব দলে না থাকায় এ ম্যাচের অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর তিনি বলেন সব কিছু ছাপিয়ে একটি জয়ের মাধ্যমে ঘুরে দাড়াতে চাই বাংলাদেশ দল।
আমাদেরও একই প্রত্যাশা আগামীকালকের ম্যাচটিতে ভালো খেলবে বাংলাদেশ দল। আর আগামীকাল কালকের ম্যাচটি জিততে হলে অনেকাংশ দায়িত্ব থাকবে তামিম ইকবালের উপর। অতীতের পরিসংখ্যান বলে প্রতিপক্ষ যখন ভারত তখন তামিম অনেক বেশি উৎফুল্ল থাকে। আর কালকের ম্যাচে তিনি ভালো খেলতে পারলে বলা যেতে পারে বাংলাদেশ দল ভালো অবস্থায় থাকবে।
অন্যদিকে ভারতের কথা বলতে গেলে তারাও খুব একটা ভালো অবস্থানে নেই বললেই চলে। কারণ নিহদাস ট্রপির প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে খুব একটা ভালো খেলতে পারে নি ভিরাট এর দল। তবে তাদের জন্য এটি সম্পূর্ণ নতুন একটি ম্যাচ। তাই তারা অতীত এর সব পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক সব অবস্থাকে ভুলে মাঠে ভালো খেলে জিততে চাইবে।
সব মিলিয়ে উত্তেজনায় দর্শকদের মাতিয়ে তুলবে কালকের ম্যাচটি।