চ্যাম্পিয়ন্স লিগের রোমা-লিভারপুল এর মধ্যকার সেমিফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের উত্তেজনার প্রেক্ষিতে সমর্থকদের দুই পক্ষের মারামারিতে ৫৩ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়ে নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। এদিকে লিভারপুলের পুলিশ এ সংঘর্ষে জড়িত থাকার দায়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। খুনের চেষ্টার অভিযোগ রয়েছে আটককৃতদের দুজনের বিরুদ্ধে। বয়সে তরুণ এ দুজনের মধ্যে একজনের বয়স ২৫ এবং আরেকজনের বয়স ২৬।
শুরুতে মাঠের পাশে লিভারপুলের একজন সমর্থক মারাত্মকভাবে আহত হওয়ার প্রেক্ষিতে দুই দলের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিই রোমের। দুই দলের সমর্থকরাই স্টেডিয়াম সংলগ্ন ব্যাপক ভাঙচুর চালায়। মূলত অ্যানফিল্ড স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ম্যাচে লিভারপুল এর কাছে ৫-২ গোলে রোমার হারে এই সংঘর্ষের সূত্রপাত। লিভারপুল পুলিশের পক্ষ থেকে দর্শকদের মারামারির বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৫২ হাজার দর্শকদের অধিকাংশ শান্তভাবেই খেলা উপভোগ করেন। কিন্তু দুইপক্ষের অল্প কয়েকজন বিক্ষিপ্তভাবে শহরের ভেতর এবং মাঠের পাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হচ্ছে।
এদিকে গত মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগেই রোমাকে ৫-২ গোলের বিশাল ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে একধাপ এগিয়ে গেল লিভারপুল৷