Now Reading
যুক্তরাষ্ট্রের লি কাউন্টিতে টর্নেডোর আঘাতে শিশুসহ অন্তত ২৩ জন নিহত।যুক্তরাষ্ট্রের লি কাউন্টিতে টর্নেডোর আঘাতে শিশুসহ অন্তত ২৩ জন নিহত।

গতকাল রোববার সন্ধ্যায় লি কাউন্টিতে বেশ কয়েকটি টর্নেডোর কান্ডবে প্রাণ হারায় শিশু সহ অন্তত ২৩ জন নিহিত হইয়েছেন বলে জানিয়েছেন লি কাউন্টির শেরিফ জে জোন্স ।
লি কাউন্টির শেরিফ জে জোন্স স্থানীয় গণমাধ্যমকে আরও জানিয়েছেন, তারা এখনও লোকজনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করছেন, এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক এলাকাগুলোও এবং বিপুল পরিমাণ ধ্বংসস্তূপের ভিতর থেকে হতাহতদের বের করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন লি কাউন্টির শেরিফ জে জোন্স ।
এক টুইটে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছেন আলাবামার গভর্নর কে আইভি। বলেছেন আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে। টুইটে লি কাউন্টির নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে এলাকাটিতে আঘাত হানা প্রথম টর্নেডোটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ২৬৬ কিলোমিটার ।

 

 

শেরিফ জোন্স ক্ষয়ক্ষতিকে ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করেছেন। একটি টর্নেডো এগিয়ে যাওয়ার পথে সবকিছু ধ্বংস করে সিকি মাইল চওড়া ও কয়েক মাইল লম্বা একটি পথ তৈরি করেছে বলে জানিয়েছেন তিনি।
আলাবামার আবহাওয়াবিদ এরিক স্নিটিল জানিয়েছেন এক টুইটে জানিয়েছেন ২০১৮ সালে পুরো যুক্তরাষ্ট্রে টর্নেডোতে যত লোক মারা গেছে এ দিন লি কাউন্টিতে তার চেয়ে বেশি লোক মারা গেছে

 

ওই এলাকার ১০ হাজারেরও বেশি লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বসবাসকারিরা।
সোমবার লি কাউন্টির সব স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

About The Author
Md Meheraj
Md Meheraj
Comments
Leave a response

You must log in to post a comment