পৃথিবী ধ্বংসের কিছু ভবিষ্যৎ বাণী
পৃথিবী ধ্বংসের অনেক ভবিষ্যৎ বাণী রয়েছে।তবে এই বাণী গুলো আমি করিনি। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। আমরা সবাই জানি যে এক না এক দিন আমাদের এই পৃথিবী ধ্বংস হবেই। বিভিন্ন ধর্ম গ্রন্থে পৃথিবী ধ্বংসের বেপারে বিভিন্ন মতবাদও রয়েছে। বিজ্ঞানীদের ভবিষ্যৎ বাণীর মধ্যে অনেক গুলো মিথ্যা প্রমাণিত হয়েছে।অর্থ্যাৎ সেই সময় পেরিয়ে গেছে। আরো কিছু সময় এগিয়ে আসছে। লিওনার্দো দ্যা ভেঞ্চি>> তার মতে ৪০০৬ সালে এমন এক সময় আসবে, যখন সারা পৃথিবী সমুদ্রের তলদেশে তলিয়ে যাবে।তিনি উল্লেখ করেছেন পৃথিবী ধ্বংসের শুরুটা হবে ৪০০৬ সালের ২১ শে মার্চে। সমুদ্র থেকে উঠে আসা এক ঢেউ থেকে পৃথিবী তলিয়ে যাওয়া শুরু করবে।এবং আর ১ নবেম্বর ৪০০৬ সালে সমগ্র পৃথিবী জলে তলিয়ে যাবে।তার মতে এই ভাবেই হবে পৃথিবীর শেষ। তিনি আরো বলেছেন ধবংসের পরে আবার প্রানের আবির্ভাব ঘটবে এই পৃথিবীতে। মায়ান সভ্যতা>> তাদের মতে ২১ শে ডিসেম্বর ২০১২ সালে পৃথিবী ধ্বংস হবে বলে বলা হয়েছিল। অধিকাংশ মানুষই এই ভবিষ্যৎ বাণী সত্য মনে কিরে ফেলেছিল। এই ভবিষ্যৎ বাণীটি করা হয়েছিল তাদের দিন পঞ্জিকা অনুসারে।তাদের দিন পঞ্জিকায় এই তারিখের পরে আর কোনো তারিখ ছিলো না।তাদের মনে এই ভবিষ্যৎ বাণীটি করা হয়েছিল প্রায় আরো ১০০০ বছর আগে।কিন্তু এই ভবিষ্যৎ বাণীটি মিথ্যা প্রমাণিত হয়। তাদের অনুযায়ি পৃথিবীর বয়স